ও নেপথ্য কথা :
হাজার হাজার তরুণ তরুণী সরকারি চাকরি পাবার স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করা সহজ নয়। কারণ শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটির পড়াশােনা সরকারি চাকরি পাবার ক্ষেত্রে যথেষ্ট নয়। তার জন্য প্রয়ােজন বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা, প্রয়ােজনে পরিশ্রম করার মানসিকতা। নিয়মিত অনুশীলন এবং সর্বোপরি বিশেষ প্রশিক্ষণ। যারা সঠিক পথের সন্ধান পায় না, তারা দিশাহারা হয়ে যায়।
এ কথা মাথায় রেখেই RICE Group-এর উপস্থাপন RICE “উত্তরণের পথে” Blog- RICE-এর সুদীর্ঘ ৩৫ বছরের গবেষণালব্ধ দৃষ্টিভঙ্গির এক অনন্য প্রতিফলন রূপে আত্মপ্রকাশ করল। যারা আগামীদিনে সরকারি চাকরির মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা পেতে চায়, এই Blog হবে তাদের পথ প্রদর্শক।
দীর্ঘকাল ধরে কয়েক লক্ষ ছাত্রছাত্রীদের সান্নিধ্যে আসার ফলে আমরা দেখেছি প্রতিভা থাকা সত্ত্বেও অনেকেরই জীবনে প্রতিষ্ঠার স্বপ্ন সফল না হওয়ার কারণ সঠিক পরিকল্পনার অভাব। এই তীব্র প্রতিযােগিতার বাজারে সফল হতে হলে চাই সঠিক পরিকল্পনা।
RICE “উত্তরণের পথে”-এই Blog-এর মূল লক্ষ্য থাকবে সঠিক পরিকল্পনা তৈরির ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের দিশা দেখানাে। আশা রাখি, এই Blog-এর লেখা উদ্যমী ছাত্রছাত্রীদের নতুন পরিকল্পনা করার সাহস জোগাবে, আর কয়েকটি যুদ্ধে হেরে নিরুৎসাহ ছাত্র সৈনিককে জোগাবে অনুপ্রেরণা ও উৎসাহ।
এই Blog-এর লেখার বিষয় নির্বাচন করা হবে, আগামী কয়েক মাসের মধ্যে যে ধরনের পরীক্ষা আসছে তার উপর ভিত্তি করে। লিখবেন RICE Group-এর স্বনামধন্য প্রথিতযশা শিক্ষক/শিক্ষিকারা। তাদের বিষয়ভিত্তিক আলােচনা তােমাদের কৌশল নির্বাচনে সাহায্য করবে, আর যদি প্রত্যক্ষ সহায়তা চাও, তাহলে RICE-এর ক্লাসরুম তােমাদের জন্য সবসময়ই খােলা..........
ও আগামীর প্রস্তুতি WBCS
পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলেমেয়ের কাছে WBCS শুধুমাত্র একটা চাকরি নয়, একটা স্বপ্ন। সেই স্বপ্নের দৌড়ে তােমার পাশে দাঁড়াতে, কলম তুলে নিচ্ছেন আমাদের শিক্ষক ও শিক্ষিকারা।
WBCS-এর মতাে বিভিন্ন বিষয়ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে শুধু পরিকল্পনা তৈরি করলেই তাে চলবে না—চাই এক নাছােড় জেদ, দিনের পর দিন লেগে থাকার ধৈৰ্য্য। কিন্তু এই ধৈৰ্য্য দীর্ঘদিন ধরে রাখা যাবে কিভাবে? কোন মন্ত্রবলে উৎসাহ না হারিয়ে দিনের পর দিন লেগে থাকা যাবে ?
১. Self Strategy : WBCS পরীক্ষায় সফলতার জন্য Common Strategy বলে কিছু হয় না। নিজের Strength Weakness বুঝে Subject-এর জন্য প্রস্তুতির ধরন ঠিক করতে হবে। Science background-এর ছাত্রছাত্রীদের Strategy আর Arts background-এর ছাত্রছাত্রীদের Strategy ভিন্ন হবে।
২. Know Your Brain : আজকাল পৃথিবী জুড়ে খুব আলােচিত বিষয় Neuro Linguistic Programme বা NLP, অর্থাৎ নিজের ব্রেনকে জানাে। কখন Input দেবার সঠিক সময় সেটা না বুঝে Input দেবার চেষ্টা করলে কাঙ্ক্ষিত ফল কখনােই পাওয়া যাবে না। তুমি রাতে পড়বে না সকালে সে তুমিই ঠিক করবে—অন্য কারাে Success Story পড়ে তাকে হুবহু কপি করার চেষ্টা কর না।
৩. পা থাকক বাস্তবের মাটিতে : যে পরিকল্পনা রূপায়ণ তােমার দ্বারা সম্ভব নয় তা করতে যেও না। অন্যের কথা শুনে এমন সব
বই জোগাড় করলে তা পড়তে তােমার কোনােই সুবিধা হচ্ছে না, অথচ সেই চেষ্টা করে যাচ্ছ—এতে সময় নষ্ট। সহজ বই পড়, নিজে Notes বানাও। অন্যের কথা শুনে হঠাৎ করে কোনও নতুন অভ্যাস রপ্ত করতে যেও না।
৪. মােবাইলটা থাক দূরে : Internet প্রতিযােগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোনও কাজের নয় এমন বলছি না কিন্তু শুধু Internet | নির্ভর পড়া WBCS প্রস্তুতির ক্ষেত্রে একদমই ঠিক নয়। আজকাল অনেকেই App-এ খবর পড়ে। আমরা এর ভয়ঙ্কর বিরােধী। খবরের কাগজ পড়া WBCS পরীক্ষার জন্য অনিবার্য এর কোনও বিকল্প নেই। বিভিন্ন Whatsapp, Facebook Group-এ এমন জ্ঞানগর্ভ আলােচনা হয়, যে দেখলে মনে হবে আমি তাে কিছুই জানি না। হতাশা ঘিরে ধরে আস্তে আস্তে। এসব দিয়ে নিজের প্রস্তুতিকে না মেপে সহজ সরল বই, নিজের Notes আর শিক্ষকদের পড়ানাের ওপর ভরসা রাখ। যখন WBCS পরীক্ষার চূড়ান্ত ফল বেরােবে তাতে ওই সব অতিপ্রাকৃতিক Whatsapp, Facebook Group-এর কারাে নাম থাকবে
—তােমার নাম জ্বলজ্বল করবে।